November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 6:01 pm

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

 

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এনএনবাংলা/