November 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 6:28 pm

কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

জেলা  প্রতিনিধি, মৌলভীবাজার :

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।

বুধবার দুপুর ১২ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে  বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। উপজেলার খামারি, উদ্যোক্তা, পোল্ট্রি ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন।  সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিবাস চন্দ্র পাল। লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা: আব্দুর রহিম প্রধান।

প্রদর্শনীতে ছিল আধুনিক প্রযুক্তির উপস্থাপন, দুধ পরীক্ষা, আলোচনা সভা। বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম। প্রতিদিনই নানা আয়োজন থাকবে সপ্তাহব্যাপী এ পোগ্রামে।

কুলাউড়া প্রাণিসম্পদ অফিস  সূত্রে জানা যায়, মোট ৩০টি স্টল নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়। ডেইরি, গরু  হৃষ্টপুষ্ট, ছাগল–ভেড়া, পোল্ট্রি ও পণ্য–প্রযুক্তি ক্যাটাগরিতে ১৬ টি পুরস্কার এবং অতিরিক্ত ১টি বিশেষ পুরস্কারসহ মোট ১৭ টি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, বৈ.বি.ছা.আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী, উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এ এন এম আলম, খামারী ফখরুল আমীন চৌধুরী মিসলু প্রমুখ।