November 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 6:32 pm

বিজয় দিবস উদযাপনে পীরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে । (বৃহস্পতিবার) দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার সহ বক্তব্য পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সহসভাপতি মোস্তাফিজার রহমান, উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী, শিক্ষক রফিকুল ইসলাম, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস ইনচার্জ রতন শর্মা, পীরগঞ্জ প্রেসক্লাবের সি, সহ-সভাপতি বখতিয়ার রহমান প্রমুখ ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন উপস্থিত বিভিন্ন ব্যাক্তির মতামত গ্রহন সাপেক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী ঘোষনা করেন এবং তা পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন । এর আগে একই স্থানে আইন শৃঞ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় । উল্লেখিত সভায় উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন ।