টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌর এলাকায় অনুমোদনবিহীনভাবে তৈরি ও চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার কারণে প্রতিদিনই তীব্র যানজট দেখা দিচ্ছে। অফিস সময় ও বিদ্যালয় শুরুর আগে-পরে সড়কে স্থবির অবস্থা সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা।
পৌরসভা সূত্র জানায়, আগের মেয়র আমলে ৬ হাজার প্যাডেল রিকশার লাইসেন্স ইস্যু করা হলেও বর্তমানে ওই লাইসেন্স ব্যাটারিচালিত রিকশায় ব্যবহার করা হচ্ছে। অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বহু মালিক একই নামে একাধিক লাইসেন্স নিয়ে ই-রিকশা চালু করেছেন, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।
তালিকাভুক্ত ৬ হাজার রিকশার তুলনায় শহরে তিন থেকে চার গুণ বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। মা-মটরস, বিসমিল্লাহ মটরস, একতা মটরসসহ ৩০টিরও বেশি অননুমোদিত কারখানায় এসব যান তৈরি হয়। অধিকাংশ শ্রমিকের কোনো কারিগরি প্রশিক্ষণ না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে লোডশেডিংও বৃদ্ধি পেয়েছে।
দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি এলাকায় মা-মটরস কারখানায় দেখা যায়, প্রশিক্ষণহীন শ্রমিক ও এক কিশোরকে বডি ও হুড তৈরির কাজে ব্যস্ত থাকতে। মালিক দুলাল মিয়া জানান, কারখানার কোনো সরকারি অনুমোদন বা কারিগরি সনদ নেই। দীর্ঘদিন রিকশা মেরামতের অভিজ্ঞতার ওপর নির্ভর করে তিনি এই ব্যবসা করছেন।
স্থানীয় ইউপি সদস্য সোরহাব হোসেন জানান, কারখানার বৈধ কাগজপত্র সম্পর্কে তিনি নিশ্চিত নন; প্রয়োজন হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
শহরের কয়েকজন আইনজীবী ও শিক্ষাবিদ বলেন, প্রয়োজনের তুলনায় বহু বেশি ই-রিকশা চলাচল করছে। চালকদের প্রশিক্ষণের অভাব, যত্রতত্র পার্কিং ও যাত্রী তোলার কারণে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। দ্রুত অবৈধ কারখানা বন্ধের দাবি জানান তারা।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা তৈরি আইনগতভাবে বৈধ নয়। কোনো কারখানার তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসক মো. শিহাব রায়হান জানান, তার দায়িত্ব নেওয়ার পর নতুন কোনো লাইসেন্স দেওয়া হয়নি। অবৈধ ই-রিকশা অপসারণে অভিযান চলছে। জেলা প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান শুরু করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার