নীলফামারী প্রতিনিধি:
ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) একটি অভিযান চালিয়ে চারটি ভারতীয় গবাদি পশু জব্দ করেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার সকাল (২৬ নভেম্বর) জগীরডাঙ্গা মাদ্রাসা মোড়ে, ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মতি মিয়া (৩৫), যিনি ওই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের আমজাদুল হকের ছেলে। অভিযানের সময় বিজিবি চারটি ভারতীয় গবাদি পশু, একটি নাসিমন ট্রাক এবং একটি বাটন ফোন জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গবাদি পশুগুলো অবৈধভাবে ভারতের সীমান্ত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। মামলার সঙ্গে আরও দুই স্থানীয়, মোরসালিন এবং নূরুল আমিনও জড়িত রয়েছেন, যারা পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ এলাকার বাসিন্দা।
ঘটনার পর ঠাকুরগঞ্জ বিওপি’র নায়ক সেবদার মুকুল হোসেন ডিমলা থানা কর্তৃক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
৫১ বিজিবি’র বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় গবাদি পশুগুলো মতি মিয়ার ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে, যা পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।
জব্দকৃত গবাদি পশু, ট্রাক এবং ফোনের মোট মূল্য প্রায় ৬৯০,৫০০ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত গবাদি পশুগুলো পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার