বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার পূর্ব সাগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন।
আটক হওয়া দুটি ট্রলারের মালিক সেন্টমার্টিনের নুর আহমেদ ও মো. ইলিয়াস।
আটক জেলেরা হলেন— মো. কবির, আব্দুর রহমান, মো. লেডু মিয়া, মো. রমিস আহমদ, আব্দুর রশিদ, মো. জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের দুজন জেলে, যার মধ্যে একজনের নাম মো. আলম; অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় জেলে আব্দুল গফুর জানান, ভোরে সাগরে মাছ ধরার সময় নুর আহমেদের মালিকানাধীন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতে ভেসে অন্যদিকে চলে যায়। তখনই আরাকান আর্মির সদস্যরা ট্রলারটিতে থাকা ৬ জেলেকে ধরে নিয়ে যায়।
অন্যদিকে, ইলিয়াসের মালিকানাধীন আরেকটি ট্রলারকেও সাগরের অনির্দিষ্ট অংশ থেকে ট্রলারসহ ৬ জেলেকে আটক করে নিয়ে যায় বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, স্থানীয় সূত্রে খবর পাওয়ার পর বিষয়টি বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জেলেদের বাংলাদেশ সীমা অতিক্রম না করে সতর্কভাবে মাছ ধরার আহ্বান জানান।
এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল বৃদ্ধি করেছে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরার অভিযোগে কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়।
সংবাদমাধ্যমটি আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত অন্তত ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করার পর পরে আবার ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশের দুটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন