ব্রাজিলে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা অনুমোদন দিয়েছে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ‘বুটানটান-ডিভি’। সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট তৈরি এই টিকাটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য ব্যবহারযোগ্য বলে জানিয়েছে।
বর্তমান বিশ্বে একমাত্র প্রচলিত ডেঙ্গু টিকা ‘টিএকে-০০৩’, যা দুটি ডোজে দিতে হয়। নতুন ব্রাজিলিয় টিকার সুবিধা হলো, একবার নিলেই যথেষ্ট। এর ফলে টিকাদান কর্মসূচি দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস বলেন, “ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দীর্ঘ কয়েক দশক ধরে যে রোগটি আমাদের প্রভাবিত করছে, এখন আমরা শক্তিশালী একটি হাতিয়ার পেয়ে গেলাম।”
টিকাটি তৈরি করতে ব্রাজিলজুড়ে দীর্ঘ ৮ বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ৯১.৬%।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ১২ হাজারের। এর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, ২০২৪ সালের ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণতা।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানিয়েছেন, টিকা উৎপাদনের জন্য চীনের ‘উশি বায়োলজিক্স’-এর সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ সরবরাহ করা হবে।
ব্রাজিলে অনুমোদিত এই এক ডোজের ডেঙ্গু টিকা বিশ্বব্যাপী ডেঙ্গু প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা আশাবাদী।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন