November 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 28th, 2025, 3:43 pm

শীতের সবজির দামে অস্বস্তি, কমেছে পেঁয়াজ-মরিচের ঝাঁজ

 

শীতের মৌসুম শুরু হলেও সবজির বাজারে এখনো স্বস্তি নেই। দাম কমলেও তা এখনো ক্রেতার নাগালের বাইরে বলে অভিযোগ করছেন অনেকে। অন্যদিকে পেঁয়াজ ও কাঁচামরিচের বাজারে মিলেছে কিছুটা স্বস্তি।

সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম। ১৬০–২০০ টাকা থেকে নেমে গতকাল বৃহস্পতিবার কেজি বিক্রি হয়েছে ৮০–১০০ টাকায়। পেঁয়াজেও কমেছে পাঁচ টাকা। দেশি পেঁয়াজ কেজি ৯৫–১০৫ টাকা এবং নতুন পাতাযুক্ত গ্রীষ্মকালীন পেঁয়াজ ৭০–৮০ টাকায় পাওয়া গেছে।

তবে সবজির বাজার এখনো চড়া। বিক্রেতাদের দাবি—সরবরাহ বাড়তে শুরু করেছে, কয়েক দিনের মধ্যেই দাম আরও কমবে। চাল–ডাল, তেল, মাছ–মুরগি ও ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়— বেশির ভাগ সবজির দাম কমলেও টমেটো, শিম ও বেগুন এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শিম বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়, করলা ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, টমেটো ১১০ থেকে ১৫০ টাকায়।

তবে আগের সপ্তাহের তুলনায় দাম কমে ছোট আকারের একটি ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। কেজিতে ১০ টাকা কমে মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৫০ টাকার লাউ গতকাল বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়। এছাড়া বরবটি ও কাঁকরোলের কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। ঢ্যাঁড়শ ও পটলের কেজি ৭০ থেকে ৮০ টাকা। পুরোনো আলু কিছুটা বেড়ে ২৫ টাকায় বিক্রি হলেও নতুন আলু প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সবজি কিছুটা বাড়তি দামে বিক্রি হলেও মাছ-মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। ডিম ও মুরগির বাজারেও স্বস্তি। গত সপ্তাহের মতো ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। যদিও পাড়া-মহল্লার দোকানে তা ১২৫-১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মুরগির বাজার গত সপ্তাহের মতো স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার ১৫৫ থেকে ১৭০ এবং সোনালি জাতের মুরগির কেজি ২৫০ থেকে ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে ব্যবসায়ীরা জানান—ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েক দিনের মধ্যে সয়াবিন তেল লিটারে ৫–৬ টাকা বাড়তে পারে বলে প্রতিনিধিদের মাধ্যমে জানানো হয়েছে কোম্পানিগুলোর পক্ষ থেকে।

এনএনবাংলা/