যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অব ২০২৫’ তালিকা। সেখানে স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক ও আবেগঘন মুহূর্তের ছবি।
গত ৩ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসে এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন হামজা। ছবিতে দেখা যায়—পার্কচেস্টার জামে মসজিদের বাইরে শোকাবহ পরিবেশে মুসল্লিদের প্রার্থনা, আর বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি। যা দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও কমিউনিটির গভীর বন্ধনকে বিশ্বদরবারে তুলে ধরেছে।

বাংলাদেশের শিল্প–সংস্কৃতির বড় মাইলফলক বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়—“এই স্বীকৃতি শুধু হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে।”
মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হামজাকে অভিনন্দন জানিয়ে বলেন—“ আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”
এই স্বীকৃতি নিয়ে সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আমির হামজা লিখেছেন— “আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়।”
এনএনবাংলা/

আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশি ফেরত, ২৬ জনই নোয়াখালীর
শীতের সবজির দামে অস্বস্তি, কমেছে পেঁয়াজ-মরিচের ঝাঁজ
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে