আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই জাতীয় পার্টি— আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন — সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের প্রস্তুতি চলছে। রাজনৈতিক মহলে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই নতুন জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে।
রাজনীতিবিদদের মতে, জোটটি বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধ এবং সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত হবে। এর মাধ্যমে নির্বাচনে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের পরিকল্পনা রয়েছে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে তার শরিক দলগুলো এখনও নিষ্ক্রিয় অবস্থায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দলগুলোর আসন্ন নির্বাচনে অংশগ্রহণ ও তাদের অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়।
নতুন জোটে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে তা নিয়েও চলছে রাজনৈতিক মহলে আলোচনা। জানা গেছে, জাতীয় পার্টি রওশনপন্থীরাও এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, “বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে কাজ চলছে।” তবে এর বেশি কিছু তিনি বলতে চাননি।
অন্যদিকে, জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক বলেন, “সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা চলছে।” শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে আশা করছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই নতুন জোট নির্বাচনের আগে রাজনৈতিক ল্যান্ডস্কেপে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং আসন্ন ভোটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
বাংলাদেশ পেঁয়াজে স্বনির্ভরতায় ভারতের রপ্তানিকারকদের কপালে চিন্তার ভাঁজ
তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে বন্ধ’ ঘোষণা ট্রাম্পের