December 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 1st, 2025, 5:22 pm

কুড়িগ্রামের পুলিশ সুপার ফজলে রাব্বি’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম কুড়িগ্রাম জেলা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপারের নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চান কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। সীমান্ত জেলা হিসেবে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম, জেলার ডিএসবির ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বজলার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিকক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

এনএনবাংলা/