গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৯৫,০১২ জনে।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০২ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দুজনেরই মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হয়েছে। একই সময়ে ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে ৯২,৬১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বাধিক ১,৭০৫ জন মারা যান এবং ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি পানি জমে থাকা ও মশা নিধনের বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে হয় না: রুমিন ফারহানা
শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রী থেকে ১০২টি মোবাইল জব্দ
রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন