December 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 1st, 2025, 6:03 pm

রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন

 

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে একটি ৩ তলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের সূত্রে জানা যায়, ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তারা ঘটনাস্থল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।”

নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এনএনবাংলা/