December 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 1st, 2025, 6:44 pm

শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রী থেকে ১০২টি মোবাইল জব্দ

ছবি: নিউ নেশন

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ যাত্রীর বিশেষ কায়দায় আনা ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস ও এভসেক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট থেকে চারজন নারী যাত্রীর শরীরের ভেতর লুকানো এই ফোনগুলো পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের সূত্রে জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইট (বিজি-১৪৮) অবতরণের পর বিশেষ নজরদারিতে যাত্রীদের তল্লাশি করা হয়। এই অভিযান চলাকালে সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত নামে চারজন নারীর কাছ থেকে মোট ১০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের তল্লাশি করা হয়।

ফোনগুলোর মধ্যে ৩৫টি আই ফোন ১৭ প্রোম্যাক্স, ৫৫টি আই ফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোন সর্বমোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পরবর্তীকালে তারা ফোন সম্পর্কে কোনও তথ্য না দিতে পারায় নিয়ম অনুযায়ী একটি করে ফোন বৈধভাবে আনা যায়— সেই নিয়মে ৪ জনকে ৪টি দিয়ে বিমানবন্দর কাস্টমস মোট ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন।

কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য এককোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

এনএনবাংলা/