December 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 1st, 2025, 7:27 pm

খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে হয় না: রুমিন ফারহানা

 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে না চাওয়া বা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যারা চান না—এমন শক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন ‘বড় বাধা’।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, শুধু বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসেবে তারেক রহমানকে দেখলে ভুল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রোগ্রেসিভ রাজনীতির ভবিষ্যৎ, মধ্যপন্থার ধারার টেকসইতা, অনেকাংশে তারেক রহমানের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভর করছে।

রুমিন ফারহানা মনে করিয়ে দেন, তার দেশে ফেরা আর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি দেশের রাজনৈতিক গতিপথ ও জনগণের ভাগ্যের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি আরও উল্লেখ করেন, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। যদি তারেক রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার দায় সরকারকেই নিতে হবে।

নির্বাচন প্রসঙ্গে রুমিন বলেন, সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায়—এ প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, আগে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে বলা হয়েছিল, পরে জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। এখন প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি না।

তিনি বলেন, অতীতের মতো নির্বাচনের উত্তাপ এখন নেই; পরিবেশ থমথমে। আগে যেমন রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত—এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা—এবার পরিস্থিতি সম্পূর্ণ ঠাণ্ডা।

রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে রুমিন বলেন, অনেকেই মনে করছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সম্ভাবনা খুবই কম। তার নিজস্ব মতামতও—খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে হয় না।

এনএনবাংলা/