December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 5:48 pm

ইসির সভা ৭ ডিসেম্বর: এরপর যেকোনো দিন হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা

 

নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার (৭ ডিসেম্বর) সভায় বসতে যাচ্ছে। ওই সভার পর যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এরই মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে, আর সে লক্ষ্যেই ইসি প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে তফসিলেই নির্ধারিত থাকবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ।

এনএনবাংলা/