December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 5:57 pm

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ-পিজিআর মোতায়েন

 

সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সোমবার (০১ ডিসেম্বর) জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী আদেশে স্বাক্ষর করেন।

বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া এবং কয়েকদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

তার নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর থেকেই তারা দায়িত্ব পালন শুরু করেন।

দলীয় একটি সূত্র জানায়, দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফের সাতজন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ এবং মেজর আহনাফ সেখানে উপস্থিত ছিলেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, পিজিআরের সদস্যরা গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা চতুর্থ তলায় বেগম খালেদা জিয়ার কেবিনের নিকটবর্তী স্থানে দায়িত্ব পালন করছেন।

এনএনবাংলা/