December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 6:05 pm

খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের পর এবার যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। তারা বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগের দিন সোমবার চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে খালেদা জিয়ার গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে তার শারীরিক অবস্থার বিস্তারিত পর্যালোচনা করেছেন। একইভাবে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞরাও এসে তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিদেশে নেওয়ার ব্যাপারে ডা. জাহিদ হোসেন বলেন, রোগীকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন হলে সেই প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে। তবে মেডিকেল বোর্ড ও আগত বিদেশি বিশেষজ্ঞরা তার শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যদি মনে করেন তিনি ভ্রমণের ধকল সহ্য করতে পারবেন, তবেই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। তার ভাষায়—এ মুহূর্তে রোগীর অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে সহায়তার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, নানা জটিলতা নিয়ে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন।

এনএনবাংলা/