বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে খুব শিগগিরই তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর বিদেশে নেওয়ার উপযোগী কিনা—এ সিদ্ধান্তই হবে তারেক রহমানের দেশে ফেরার মূল বিবেচ্য বিষয়। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি দ্রুতই দেশে ফিরবেন।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নানা সংকট ও উৎকণ্ঠার মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। ‘তিনি চিকিৎসা নিতে পারছেন—এটাই আমাদের জন্য স্বস্তির বিষয়,’ মন্তব্য করেন তিনি।
রিজভী আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে বর্তমান সরকার। তার দাবি, সময়মতো পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা হলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।
এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। ‘তিনি ট্রাভেল পাসের আবেদন করেননি; আবেদন করলেই তা প্রদান করা হবে,’ বলেন উপদেষ্টা। তিনি আরও জানান, দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ ক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। তবে সিদ্ধান্ত সম্পূর্ণই বিএনপি চেয়ারপারসনের পরিবার ও দলের।
এনএনবাংলা/

আরও পড়ুন
অনেকের শাসন দেখেছেন, এবার ইসলামপন্থীদের সুযোগ দিন: চরমোনাই পীর
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮ টাকা
অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান