নাটোর প্রতিনিধি
সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারের উপায় নিয়ে নাটোরে অংশীজনদের সাথো এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইডস এর আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ,নাটোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বশাকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,এডভোকেট খগেন্দ্র নাথ রায়, মানবাধিকার সংগঠনের সভাপতি এ্যাডঃ আব্দুল ওহাব, নাটোর জজ কোর্টের এ্যাডঃ আব্বাস আলী, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি সুফি সান্টু, বাংলাদেশ পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহানা আফরোজ শিল্পী মিহলা নেত্রী দিলারা খান,অধ্যক্ষ কাজী মোহাম্মদ হোসেন ও খান ফাউন্ডেশনের শাহিনা লাইজু।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল প্লাটফর্মে অনেক কাজ যেমন সহজ হয়েছে পাশাপাশি ওই প্লাটফর্ম ব্যবহার করে নারী,শিশুসহ সকল মানুষের নিরাপত্তাহীনতাও বৃদ্ধি পেয়েছে।
এগুলো প্রতিরোধে সামাজিক,পারিবারিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে নীতি নৈতিকতা শিক্ষা বৃদ্ধির দাবী জানান তারা। একই সাথে ওই সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে রাষ্ট্রকে সমসাময়িক আইন তৈরী ও বাস্তবায়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানান।
অনুষ্ঠানে মহিলা পরিষদ ছাড়াও বিভিন্ন নারী সংগঠণ,অনগ্রসর নারী ও সুশীল সমাজের প্রতিনীধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান,সিলগালাসহ ৪ লাখ টাকা জরিমানা
গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন