December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 8:10 pm

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হলে সেটাই সফলতা, এসপি মো. আবু তারেক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, আমি লটারির মাধ্যমে আপনাদের জেলায় এসেছি। আমি নিজেও ভাবিনি আমি এসপি হয়ে এতো তাড়াতাড়ি জেলায় যোগদান করবো। তিনি আরো বলেন আমাদের এখন মূল উদ্দেশ্য আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হলে সেটাই তাঁর সফলতা বলে মন্তব্য করেন তিনি। আমরা সাংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা যেনো স্বাভাবিক থাকে সে লক্ষ্যে কাজ করব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঠিক তথ্যে আমরা কাজ করবো। আশাকরি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। সন্ত্রাস ও মাদকের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অস্ত্র, সন্ত্রাস ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হবে। কিশোর গ্যাং নির্মূলে কাজ করা হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। থানা ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ দ্রুত সমাধান করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তাঁর মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কোনো সময় জেলাবাসী সরাসরি তাঁকে তথ্য দিতে পারবেন। নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিক ও জেলার সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। কারণ পুলিশের একার পক্ষে সব তথ্য জানা বা সবকিছু করা সম্ভব নয়।

বিগত সময়ে নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের প্রতি মানুষের আস্থা কিছুটা কমেছে উল্লেখ করে তিনি বলেন, কিছু পুলিশ সদস্য ভুল করতে পারেন, কারণ তারাও মানুষ। তবে ভুলত্রুটি হলে জেলাবাসী গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বোপরি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা প্রয়োজন, পুলিশ ও জনগণকে সঙ্গে নিয়ে তিনি তা করে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ. হ. ম. মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলসহ আরও অনেকে।