December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 8:16 pm

হোসেনপুর নকল বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও নকল বীজ ধ্বংস

হোসেনপুর সংবাদদাতা:

কিশোরগঞ্জের হোসেনপুরে নকল বীজ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

সোমবার( ১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  হোসেনপুর পৌর মার্কেটের পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলাম বাবুলের এ আউয়াল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিক ও কর্মচারীরা দোকান  রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করা নকল বীজ ধ্বংস করা হয় এবং সততা বীজ ভান্ডারকে  তিন হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে জেলা সদরের নিউ আমানত বীজ ভান্ডারের অভিযানে বাবুল ট্রেডার্সের অবৈধ বীজ সরবরাহের প্রমাণ মিলেছিল। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বাবুল অবৈধ সার ও নকল বীজ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল, ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল।

উপ-সহকারী কৃষি অফিসার এনায়েতুল ইসলাম জানান, কোনোভাবেই যাতে নকল বীজ বিক্রি করতে  না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

উপজেলা কৃষি অফিসার এ. কে.এম শাহজাহান কবির বলেন, “নকল বীজ কৃষকের বড় ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কেহ  যদি এহেন কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ মিলে; তার বিরুদ্ধে   আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।