বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল বুধবার সকাল ১০টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন হলেও চিকিৎসায় আংশিক সাড়া মিলছে। তাঁর কয়েকটি স্বাস্থ্য সূচক আগের তুলনায় কিছুটা উন্নতি দেখালেও বিদেশে নেওয়ার মতো পর্যাপ্ত অগ্রগতি এখনো হয়নি। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের ওপর।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েক মাস হাসপাতালে এবং পরে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণের পর গত ৬ মে তিনি দেশে ফিরে আসেন।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে বিএনপির প্রস্তুতি রয়েছে। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাঁকে পর্যবেক্ষণ করবেন, এরপর বোর্ড মনে করলে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা—অনলাইনে এবং সরাসরি উভয়ভাবেই। এদিকে মঙ্গলবার রাতে চীনের আরেকটি বিশেষজ্ঞ দলও ঢাকায় পৌঁছেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল যমুনায় তাঁর সরকারি বাসভবনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
মঙ্গলবার রাতেই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিন বাহিনীর প্রধানরা তাঁর সুস্থতা কামনা করেন।
বিএনপির স্থায়ী কমিটি দলীয় চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন নেতারা।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার অবস্থা এখনো স্থিতিশীল। ডাক দিলে তিনি সামান্য সাড়া দিচ্ছেন। মঙ্গলবার রাতে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে মেডিকেল বোর্ডের বৈঠক হয়, যেখানে দেশি-বিদেশি প্রায় ১৫ জন চিকিৎসক অংশ নেন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও যুক্ত ছিলেন। বোর্ডের এক সদস্য জানান, কিছু জটিলতা বারবার কেন দেখা দিচ্ছে তা শনাক্তের চেষ্টা চলছে। নতুন করে বেশ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রিপোর্ট পেলে চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে।
এদিকে, সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করায় বুধবার দুপুর ২টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। এসএসএফ দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের লবি, কেবিন এলাকা ও আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত নারী গ্রেপ্তার
নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট