বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম যেভাবে বাড়িয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়টি সরকার জানত না। আমরা মাত্র আধা ঘণ্টা আগে বিষয়টি জানতে পেরেছি। ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে করণীয় জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করব। কারণ এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো আইনগত যুক্তি নেই।
তিনি আরও জানান, আগের দিনই টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন এবং ১ কোটি লিটার রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বাজারে যেই দামে তেল বিক্রি হচ্ছে, ব্যবসায়ীরা টিসিবিকে তার চেয়ে লিটারপ্রতি প্রায় ২০ টাকা কম দামে সরবরাহ দিয়েছেন। তাই বাজারে ২০ টাকা বেশি দামে তেল বিক্রির যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না।
ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই, সেটা আমাদের পদক্ষেপ দেখলেই বুঝতে পারবেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদেরও প্রশ্ন করুন—এভাবে একসঙ্গে দাম বাড়ানো কতটা যৌক্তিক। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আইন লঙ্ঘিত হলে আইনগত সব ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের চেয়ে ব্যবসায়ীরা কি বেশি ক্ষমতাধর হয়ে উঠেছে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এ ধরনের উত্তেজনাপূর্ণ ও অনুমানভিত্তিক প্রশ্নের জবাব নেই।
তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা থাকলে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে আমরা কাজ করছি। তা ব্যাহত করার কোনো ইচ্ছা নেই।
ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বলেছে, দাম বাড়ানোর জন্য মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশনের অনুমতি প্রয়োজন নেই। এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, এটা তাদের বক্তব্য, আমরা তা স্বীকার করি না।
রমজান প্রস্তুতি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, ইনশাআল্লাহ প্রস্তুতি ভালো আছে। যেসব পণ্যের জন্য আমদানি পর্যায়ে ঋণপত্র খোলার প্রয়োজন, গতবারের তুলনায় এবার আরও বেশি দেখা যাচ্ছে। তাই সরবরাহে বিঘ্ন ঘটবে না।
তিনি আরও বলেন, চিনির দাম কমছে। ছোলার দামও কমবে ইনশাআল্লাহ। ডালের দাম কমেছে, ডিমের দামও নেমেছে। আমরা যৌক্তিক সমাধানেই যাবো, অযৌক্তিক কিছু গ্রহণ করব না।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত নারী গ্রেপ্তার
নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট