December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 6:32 pm

সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা, শনিবার পর্যন্ত আলটিমেটাম

ছবি: মঈন আহমেদ

 

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজ শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থী আব্দুর রহমান।

তিনি জানান, আগামী শনিবার পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।

আব্দুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াটি থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ার কারণে জটিলতা বাড়ছে। তাই আগামী রোববার থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা মিরপুর সড়ক অবরোধ করে দুই ঘণ্টার বেশি সময় সড়ক আটকে রাখেন। নতুন কর্মসূচি ঘোষণার পর সড়ক থেকে সরে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছে সরকার।

এনএনবাংলা/