জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নিজ প্রতীকের ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে আমরা স্বাগত জানাই। তবে এই সংস্কার বাতিল করতে যে চাপ দেওয়া হচ্ছে, তা নিন্দনীয়। আদালতের মাধ্যমে রিটের মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে, আমরা ইসিকে আইনগতভাবে লড়াই করার পরামর্শ দিয়েছি।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া তিনি বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড সংক্রান্ত উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব দেখা যাচ্ছে, এটি ইসিকে পর্যবেক্ষণ করতে হবে।
গণভোট সংক্রান্ত সঠিক প্রচারণার গুরুত্বের দিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, গণভোট প্রক্রিয়া বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সুতরাং প্রশ্নগুলো নিয়ে আগে থেকেই জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
এছাড়া তিনি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সব দলের প্রস্তুতির জন্য উপযুক্ত সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান।
এর আগে সিইসির সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের সময় তারা শাপলা কলি প্রতীকের জন্য ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন লাগবে
সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা, শনিবার পর্যন্ত আলটিমেটাম
বীরগঞ্জে ভুয়া কাগজপত্র দেখিয়ে কবরস্থান দখলচেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন