December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 3:28 pm

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

একই আদেশে ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে তাকে আগামী ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তবে পলক বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতেই প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ তদন্ত শেষে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংবলিত প্রতিবেদন তদন্ত সংস্থা জমা দেয়।

মামলার চার আসামি হলেন—সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে অবস্থান করছেন।

এনএনবাংলা/