ঘরের মাঠে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবলের তিনটি ম্যাচে বিপুল আগ্রহ দেখা গেছে। সিঙ্গাপুর, হংকং এবং ভারতের বিরুদ্ধে খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিল হাজার হাজার উচ্ছ্বাসিত দর্শক। তিন ম্যাচেই দর্শকের পাশাপাশি স্পন্সরদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ সাড়া পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ম্যাচগুলোর আয়ও আশানুরূপই হয়েছে।
বুধবার নির্বাহী কমিটির সভায় তিনটি ম্যাচ থেকে আয় সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানা যায়, সিঙ্গাপুর, হংকং ও ভারত ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মোট আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ সাত হাজার টাকা।
এ বছরের ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। এই ম্যাচটি ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরীর ঘরের মাঠে প্রথম প্রদর্শনী ছিল। সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছে এক কোটি ১৫ লাখ টাকা।
৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও বাংলাদেশ হেরেছে ৪-৩ গোলে। এই ম্যাচে আয় কিছুটা কম ছিল, যা এক কোটি দুই লাখ সাত হাজার টাকায় দাঁড়ায়।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের মূল মনোযোগ ছিল ভারতের বিপক্ষে ম্যাচে। ১৮ নভেম্বর অনুষ্ঠিত এই খেলায় বাংলাদেশ ১-০ গোলে জয় পায় এবং বাছাই পর্বে প্রথম জয় অর্জন করে। ভারত ম্যাচকে ঘিরে দর্শক ও স্পন্সরদের আগ্রহ ছিল চরমে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ থেকে বাফুফের আয়ও সর্বাধিক হয়েছে, যা এক কোটি ৮৮ লাখ টাকা।
এনএনবাংলা/

আরও পড়ুন
মেহেদি রাঙা হাতের ছবি ঘিরে কনার নতুন বিয়ের গুঞ্জন
প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনাকে নিয়ে ফারহান আখতারের ‘জি লে জারা’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শোবিজ তারকারা