December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 6:39 pm

এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয়: পরিবেশ উপদেষ্টা

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই এসএসএফের নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; তার পরিবারের অন্য সদস্যদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুইটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এক, পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একসাথে গণনা করা হবে; দুই, একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল গণ্য হবে।

তিনি বলেন, পাস হয়েছে পাঁচ সদস্যের পুলিশ কমিশন অধ্যাদেশ। নতুন এই কমিশন সরকারকে পুলিশের জনবান্ধবতা বৃদ্ধির পরামর্শ দেবে এবং পেশাগত অভিযোগও দেখবে।

এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য প্রযোজ্য, পরিবারের অন্য সদস্যরা এর আওতায় নেই।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এমন তথ্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতৃত্ব। এ পরিস্থিতিতে বিদেশে (লন্ডন) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।

২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হয়। একই দিনে অন্তর্বর্তী সরকার তার এই মর্যাদা কার্যকর করার নির্দেশ দেয় এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ওইদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের তথ্য জানান।

এনএনবাংলা/