December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 7:40 pm

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে

সাভার প্রতিনিধি:

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমনে সকলের মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সোহান ও তাঁর পরিবারের খোঁজ-খবর নেন। এরপর বিকেএসপির মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুন্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রনের খেলায় মেতে উঠেন।

মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান । তিনি সোহানকে আগামীদিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্বক সহযোগিতার কথা বলেন। সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমিলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের একজন কোচ আছিয়া খাতুনের তত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান।

সোহানের বাবা মো: সোহেল সোহানের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি বিকেএসপিতে আসার সুযোগ করে দেয়ায় চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানান।