ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিনগত রাত(৪ ডিসেম্বর) দু’টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,অষ্টমণিষা বাজারে রতন কর্মকার ,তপন কর্মকার,উত্তম কর্মকর্মকার,ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানে ডাকাতি হয়। এ সময় ত্রিশ ভরি সোনার গহনা ও পাঁচ লক্ষ টাকা লুট হয়। পরে রতন কর্মকারের বাড়িতে ঢুকে দুর্বত্তরা তার স্ত্রী ও ছেলে রঞ্জনকে মারপিট করে অন্তত দশ ভরি সোনার গহনা ও নগদ পনের লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
রঞ্জন কর্মকার জানান, ৮/৯ জনের একদল দুর্বৃত্ত রাত আনুমানিক দু’টার সময় দোকানের তালা ভেঙ্গে প্রথমে সোনার গহনা লুট করে। পরে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে দশ ভরি সোনার গহনা ও নগদ ১৫ লক্ষ টাকা লুটে নেয়। এ সময় তার মা শরীর থেকে গহনা খুলে দিতে দেরি করলে তাকে মারপিট করে । রঞ্জন এগিয়ে এলে তাকেও মারপিট করে। দুর্বৃত্তদের দু’জনের হাতে দুইটা বন্দুক ও ধারালো অস্ত্র দেখা গেছে বলেও তিনি জানান।

জানাযায়, দুর্বৃত্তরা একটি স্পীড বোট যোগে অষ্টমণিষা বাজারে নামে এবং ডাকাতি শেষে আবার ঐ স্পীড বোটেই গুমানী নদীর ভাটির দিকে চলে যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে পৌঁছেন । তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।

আরও পড়ুন
টাঙ্গাইলে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন, ভালো দামের প্রত্যাশা কৃষকের
শ্রীমঙ্গলে ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু
রাজনগর উপজেলা চেয়ারম্যান অফিসের আসবাবপত্র উধাও!