December 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 5th, 2025, 12:44 pm

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেই সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। সেখানে বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন জুবাইদা রহমান। এর আগেই হাসপাতালের সামনে দলীয় কয়েকজন নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি বলে জানিয়েছে হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র।

আজ বেলা ১১টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন জুবাইদা রহমান।

এর আগে গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা দেন তিনি। আজ বেলা পৌনে ১১টার কিছু আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জুবাইদা রহমান।

বেলা ১১টা ২৪ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।

এনএনবাংলা/