December 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 5th, 2025, 3:53 pm

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

 

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সরকারি কর্মচারী মহাসমাবেশ। কর্মচারীরা বৈষম্যমুক্ত ও বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবি জানান।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “২০১৫ সালের পর সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা সামলাতে পারছেন না সরকারি কর্মচারীরা। প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি নিশ্চিত করা উচিত।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার নবম পে-কমিশন গঠন করেছেন, কিন্তু পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আগামী সরকারের হাতে রয়েছে। বর্তমান সরকারকে এবং জাতীয় নির্বাচনের আগে ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

মহাসমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ ডাক বিভাগের মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া মহাসমাবেশে বক্তৃতা দেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার।

এনএনবাংলা/