বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকা অবস্থায় তাঁর রোগের সূচনা। চিকিৎসার অভাবেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।”
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে দেশের সব মানুষ এই মহান নেত্রীর সুস্থতা কামনা করছেন। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলে জাতীয় সংকট উত্তরণের পথ আরও সুগম হবে—এমনটাই জনগণের প্রার্থনা।”
বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল পৌঁছানোর কথা। সবকিছু ঠিক থাকলে রোববার তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না—সেটি চিকিৎসকরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, “উনি এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকদের অনুমতি মিললেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।”
দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব বলেন, “যিনি সারাটি জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আসুন আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান
রাজশাহীতে বিএনপির ৪ টি আসনে প্রার্থীর মনোনয়ন নিয়ে টানাপোড়েন