December 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 5:17 pm

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণরূপে তার নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, ‘যে পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছেন, সেটিই এই অবস্থানের সঙ্গে সরাসরি যুক্ত। ভারতে থাকা বা না থাকা সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই তাকে নিজেকেই নিতে হবে।’

শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতার সময় জয়শঙ্কর এসব মন্তব্য করেন।

শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন, এ প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘এটি আলাদা বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেটি তার ভবিষ্যতের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। তবে পুনরায় বলছি, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারই হাতে।’

আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর ওপর ভারতের গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আমরা শুনেছি, বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান সরকার আগের নির্বাচনের প্রক্রিয়াকে নিয়ে কিছু অভিযোগ করেছেন। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে, তাহলে প্রথম ধাপ হওয়া উচিত একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা।’

প্রতিবেশী দেশের গণতান্ত্রিক অগ্রগতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ভারত সবসময় চাই যে প্রতিবেশী দেশের জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি।’

দুই দেশের ভবিষ্যত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই আসুক না কেন, তাদের দৃষ্টিভঙ্গি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব হবে। আশা করছি, পরিস্থিতি আরও উন্নত হবে।’

গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তৎকালীন পরিস্থিতিতে শত শত মানুষ নিহত হন এবং হাজার হাজার আহত হন, যা তার ১৫ বছরের শাসনের সমাপ্তি নির্দেশ করে। এর পরিপ্রেক্ষিতে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে মানবতাবিরোধী অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করে।

এনএনবাংলা/