বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি হিসেবে এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটের শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ফ্লাইটের অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়াকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় ৯ ডিসেম্বর আসবে এবং ১০ ডিসেম্বর বিমানটি ঢাকার পথে ছেড়ে যাবে। ভিভিআইপি হিসেবে গণ্য করে, ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট রুট ও অবতরণের সময় চূড়ান্তভাবে নিশ্চিত করা হলে সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত হয়েছে। এ মুহূর্তে নতুন কোনো তারিখ উল্লেখ করা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুল্যান্স এসে পৌঁছালে যেকোনো সময়ে তার যাত্রা সম্পন্ন করা হবে।
চেয়ারপারসনের একজন চিকিৎসক বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে স্থিতিশীল আছে। তবে ফ্লাইটের জন্য তার শারীরিক সক্ষমতা কতটা উপযুক্ত, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’
বিএনপির এক সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় ৬ ডিসেম্বর অবতরণের কথা থাকলেও, সময়সূচি পুনঃনির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিমানটি ১০ ডিসেম্বর ঢাকার পথে রওনা দেবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ