December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 6:30 pm

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১, গুলিবিদ্ধ শিশু-কিশোরসহ ২৫

 

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে অবস্থিত সলসভিলের একটি হোস্টেলে শনিবার ভোরে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, হামলায় শিশু ও কিশোররাও নিহত হয়েছেন।

স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে তিনজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হোস্টেলে ঢুকে মদপানরত লোকজনের ওপর গুলি চালায়। এতে ২৫ জন গুলিবিদ্ধ হন এবং তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তিন বছরের শিশু, ১২ বছরের এক ছেলে ও ১৬ বছরের এক কিশোরী।

প্রিটোরিয়া পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি জানান, ঘটনাস্থলটি মূলত একটি ‘অবৈধ শিবিন’ বা লাইসেন্সবিহীন মদের দোকান, যেখানে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। তিনি আরও জানান, নিরীহ মানুষরা এমন ক্রসফায়ারের শিকার হতে পারেন।

পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং হামলার কারণ স্পষ্ট নয়।

জাতিসংঘের অপরাধ-বিষয়ক দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৪৫ জনকে হত্যা করা হয়। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছেন।

এনএনবাংলা/