December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:12 pm

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প, রেলওয়ে সচিবের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু সীমান্তের জিরো পয়েন্ট, নির্মাণাধীন লাতু রেলস্টেশন, বড়লেখা রেলস্টেশন ও কাঠালতলী রেলস্টেশন-সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, রেলওয়ে কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিদর্শনকালে রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম জানান, ২০২৬ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের লক্ষ্য নির্ধারণ করেই অবকাঠামোগত সকল ধরণের নির্মাণ কাজের তদারকি করছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় ও রেলওয়ে অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনেক আগেই ডেডলাইন বেধে দেওয়া আছে। যদি না রাজনৈতিক কিংবা অন্য বিষয়ে পটপরিবর্তন না হয় তবে, টার্গেট টাইমের মধ্যেই প্রকল্পটির বাস্তবায়ন আশা করছেন। জানা গেছে, ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে সে সময় পর্যন্ত ১০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ৫ম দফা বর্ধিত মেয়াদ শেষ হয়েছে চলিত বছরের ৩০ জুনে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বশেষ বর্ধিত মেয়াদে কাজ সম্পন্ন করেছে ৬০ থেকে ৬৫ ভাগ ভাগ। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগি করার লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ চালিয়ে গেলেও। আগের তুলনায় কাজের গতি বাড়ালেও ডেডলাইন অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের ব্যাপারে যতেষ্ট শংকা রয়েছে।