December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:30 pm

গঙ্গাচড়ায় নাগরিক প্লাটফর্মের উদ্যোগে মক ভোটিং অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং এবং নাগরিকথা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর সহযোগিতায় নাগরিক প্লাটফর্ম গঙ্গাচড়ার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মক ভোটিং অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত মক ভোটিং অনুষ্ঠানে ভোট নেওয়া, ব্যালটের মার্কায় গোপন কক্ষে সিল মাড়ানো, ব্যালট পেপার পোড়ানো, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এজেন্ট, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, ভোটারের করণীয়সহ ভোট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাচন অফিসার। এছাড়াও আরো দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, ডেমোক্রেসিওয়াচর উদ্ধর্তন প্রতিনিধি, যুগোল, সেলিম, জেলা সমন্বয়কারী শামীমা আক্তার। এ সময় গঙ্গাচড়া নাগরিক প্লাটফর্মের আহবায়ক আব্দুল বারী স্বপন, সদস্য সচিব রাবিয়া বেগমসহ সকল সদস্য ও ডেমোক্রেসিওয়াচ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার খুরশিদা জাহান। মক ভোটিংয়ে তরুণ-তরুণী ভোটার, বৃদ্ধ ও যুবকসহ নানা বয়সী প্রায় ৫০ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। মক ভোটিংয়ে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মহিলা কলেজের দুজন প্রভাষক। এছাড়া পুলিং অফিসার ও প্রার্থীর এজেন্ট নাগরিক প্লাটফর্মের সদস্যরা দায়িত্বে ছিলেন। গ্রাম পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ছিলেন। মার্কাসহ ব্যালট পেপার ও ভোটের বাক্স এবং গোপন কক্ষসহ সব ধরনের উপকরণ ব্যবহার করা হয়। অংশগ্রহণকারী ভোটাররা আগামীতে ভোট দানে উৎসাহী হয়ে তারা জানান, আমাদের এ অভিজ্ঞতা বন্ধুদের সাথে শেয়ারের মাধ্যমে তাদেরকেও নিয়ম মোতাবেক ভোট দানে উৎসাহিত করবো।