December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:32 pm

বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে স্বেচ্ছাসেবী মিলনমেলা

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

নিঃস্বার্থ মানব সেবাই হউক স্বেচ্ছাসেবক দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পিডিপির নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় সহকারি পরিচালক মোহাঃ আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর সমাজসেবা কার্যালয় সমাজসেবা অফিসার নুরুল ইসলাম (লিটন), শেখ মোঃ আবু হাসানাত (সাঈদ),বগুড়া ইয়ুথ ফোরাম সভাপতি ও দেশ টিভি বগুড়া জেলা প্রতিনিধি সঞ্জু রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া ইয়ুথ ফোরাম ও ভলান্টিয়ার পিডিপি সাধারণ সম্পাদক ইফতেখার রহমান জয়। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন উপজেলার এলাকা থেকে আগত প্রায় শতাধিক সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

বক্তারা,সমাজের উন্নয়ন ও মানবিক সেবায় তরুণ সেচ্ছাসেবকদের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। তারা বলেন, সেচ্ছাসেবকরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও পিডিপির নেতৃত্বে সেচ্ছাসেবকরা মানবকল্যাণমূলক কাজ আরও শক্তিশালীভাবে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।