December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 8:22 pm

তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

 

নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও নির্বাচনের তফশিল ঘোষণার জন্য নির্দিষ্ট দিন এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)–এর সচিব আখতার আহমেদ

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরে প্রথম দিকেই তফশিল ঘোষণার পরিকল্পনার কথা ইসির দিক থেকে বলা হয়েছিল। এমনকি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনে ইসি কী ধরনের প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জাতীয় বৈঠক হয়, যেখানে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের কাছে আখতার আহমেদ জানান, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচন আয়োজনকে ঘিরে মিটিং করেছি।”

তফশিল ঘোষণার বিষয়ে তিনি আরও বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন তফশিল ঘোষণার নির্দিষ্ট সময় ঠিক করেনি।”

তবে ভোট আয়োজনের প্রস্তুতি পুরোপুরি রয়েছে বলে নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্যটা দিন…নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি জোরদারভাবে চলছে।”

‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১–এর পরিচিতি’ শীর্ষক এ কর্মশালায় বক্তব্য রাখেন আখতার আহমেদ। ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে।

এনএনবাংলা/