জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। তাকে রাজধানীর নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে তা বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়। এই দলের চেয়ারম্যান হিসেবে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিবের দায়িত্বে রয়েছেন শওকত মাহমুদ। তার আগে তিনি বিএনপিতে ভাইস চেয়ারম্যানের পদও দায়িত্ব পালন করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা