আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে তিনটি দল মিলিত হয়ে নতুন নির্বাচনী জোট গঠন করেছে। এই জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যতে জোটে আরও দল যোগ হতে পারে। তবে গণঅধিকার পরিষদের উপস্থিতি আশা করা হলেও তাদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আর আমরা সেই যাত্রার সূচনা করছি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : চরমোনাই পীর
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ