December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 8:02 pm

ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান

 

বাংলাদেশে চলমান দুর্নীতির লাগাম টানতে সক্ষম একমাত্র শক্তি বিএনপি— এমন দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হতে পারে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কৃষি, নারী উন্নয়ন, স্বাস্থ্যসহ যেসব খাতকে আমরা গুরুত্ব দিচ্ছি, তা ব্যাহত হবে। অতীতে বিএনপি এ কাজ করেছে, ভবিষ্যতেও সেই সক্ষমতা জাতীয়তাবাদী দলই দেখাতে পারবে বলে আমরা বিশ্বাস করি।”

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ছিল। আজও দেশ গঠনের কাজে সফল হতে হলে প্রত্যেককে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

গত ৫ আগস্টের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেদিন স্বৈরাচার সরকার পতনের পর দলের মহাসচিব জাতীয় সরকার গঠনের কথা জানালেও তিনি জনগণের রায়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। তিনি জানান, “আমরা জাতীয় সরকারে না গিয়ে জনগণের মতামত ও রায়কে গুরুত্ব দিয়েছি এবং দেব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ভাষ্য, দেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই এসব ঠেকানোর একমাত্র উপায়। তিনি বলেন, জনগণের মতামত যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করা গেলে সব ষড়যন্ত্রই প্রতিহত করা সম্ভব হবে।

এনএনবাংলা/