December 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 2:32 pm

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। বিষয়টি আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তবে তিনি সত্যিই লন্ডনে যেতে পারবেন কি না—তা পুরোপুরি নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও শনিবার বলেন, শারীরিক অগ্রগতি সন্তোষজনক হলে তবেই বিদেশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

রাগীব সামাদ জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর লন্ডনের উদ্দেশে উড়ানও দিতে পারবে বিমানটি।

বেবিচক সূত্র জানিয়েছে, গত শনিবার এই এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ ও যাত্রার জন্য যে আবেদন করা হয়, সেখানে মঙ্গলবার ঢাকায় নামা ও বুধবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। চিকিৎসা সুবিধা ও বিদেশযাত্রা সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সর্বশেষ শারীরিক মূল্যায়নের পর চিকিৎসকেরা তাকে বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও দুই দিন পিছিয়ে দিয়েছেন। দীর্ঘ ফ্লাইটে স্বাস্থ্যের ঝুঁকি থাকায় এখন প্রয়োজনীয় সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার শারীরিক পরিবর্তনের ওপর।

সূত্র আরও জানায়, গতকাল রাত পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি কিংবা অবনতি—কোনোটিই দেখা যায়নি; সব কিছু আপাতত স্থির রয়েছে।

মেডিকেল বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা কখনো নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎই সমস্যা দেখা দিচ্ছে, এজন্য তাকে স্থিতিশীল বলা যাচ্ছে না। যদিও সাম্প্রতিক পরীক্ষায় কিডনি ও ফুসফুসের সামান্য উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে, এখনো তা সামগ্রিক ঝুঁকি কমানোর মতো পর্যাপ্ত নয়। চিকিৎসকদের ভাষায়—তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।

এই অনিশ্চয়তার কারণেই বিদেশযাত্রার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। প্রথমে বিএনপি জানিয়েছিল ৫ ডিসেম্বর ভোরে তিনি লন্ডনে যাবেন। পরে তা বদলে ৭ ডিসেম্বর, এরপর নতুন সূচি অনুযায়ী ৯ ডিসেম্বর বলা হলেও তার স্বাস্থ্যের চূড়ান্ত অবস্থা অনিশ্চিত থাকায় সেই সময়ও পিছিয়ে গেছে।

এনএনবাংলা/