বাংলাদেশে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার আদর্শে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর বেগম রোকেয়া পদক প্রদান করে সরকার। ক্রীড়াক্ষেত্রে নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এবার এ সম্মান পেতে যাচ্ছেন বাংলাদেশের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেগম রোকেয়া পদক–২০২৫’ এর জন্য মোট চারজন বিশিষ্ট নারীকে মনোনীত করা হয়েছে।
বেগম রোকেয়া পদক–২০২৫ পাচ্ছেন যারা
এ বছর বিভিন্ন শ্রেণিতে যাঁরা পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন— নারীশিক্ষা (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া) ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই চারজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে। গত বৃহস্পতিবার তা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ঋতুপর্ণা চাকমার কীর্তিতে বাংলাদেশের গর্ব
বাংলাদেশ নারী ফুটবলের এই উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা গত কয়েক বছরে দেশের ক্রীড়াঙ্গনে গর্বের ইতিহাস গড়েছেন। তাঁর জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। শুধু তাই নয়, তাঁর গুরুত্বপূর্ণ গোলেই গত বছর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাঁর এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই এবার পাচ্ছেন দেশের অন্যতম সর্বোচ্চ নারী সম্মাননা—বেগম রোকেয়া পদক।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব
ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
আসিফ আকবরের মন্তব্যে কড়া জবাব ওমর সানীর