December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 6:46 pm

আক্কেলপুরে নতুন ইউএনও হিসাবে যোগদান করলেন ফারজানা জান্নাত

oplus_2

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুরে ৩৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ফারজানা জান্নাত নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে বেলা সাড়ে ১১টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদে এসে পৌঁছান।

তার আগমনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ কার্যালয়ে বসে ভারপ্রাপ্ত ইউএনও আবিদা খানম বৈশাখীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ফারজানা জান্নাতের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৈরাঙ্কল গ্রামে।

দায়িত্ব গ্রহণের আগে তিনি সচিবালয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক ইউএনও মনজুরুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ২০২৪ সালের ১০ নভেম্বর থেকে ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে তিনি বলেন, সম্প্রতি আমার আক্কেলপুর উপজেলায় বদলি হয়েছে। এই উপজেলার মানুষের প্রত্যাশা, উন্নয়ন ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। সরকারি সেবাকে আরও সহজতর ও জনবান্ধব করতে আন্তরিকতা ও সততার সঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। তাই জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।