রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।গ্রেফতার আসামির নাম হাফিজুর রহমান (৫৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জলাইডাংগা পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী সোহল রানা (২৮) একজন ট্রাক্টর চালক। তাকে মোটরসাইকেল চোর হিসেবে সন্দেহ করে আটক করার পরিকল্পনা করে হাফিজুর রহমান। সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৭ অক্টোবর আরো কয়েকজন সহযোগীসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য সোহেল রানাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাতনামা একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যায়। পরবর্তীতে চোর সন্দেহে সোহেল রানাকে আটক রেখে হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে মারাত্মক রক্তাক্ত ও জখম করে এবং হত্যার উদ্দেশ্যে দু-পায়ের হাঁটুর নিচে বৈদ্যুতিক শক দেয়। এতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পরে সোহেল।
এদিকে, ভুক্তভোগী সোহেল রানা বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজ খবর ও অনুসন্ধান করতে থাকেন। অন্যদিকে, মুক্তিপণের দাবিতে একশত টাকা মূল্যের ৩টি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে গুরুতর অবস্থায় সোহেল রানাকে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে সোহেল রানাকে গুরুতর জখম অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালেই নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে প্রধান আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। ৭ ডিসেম্বর রাতে র্যাব-৪ ও র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল ঢাকা নগরীর পল্লবী থানার মাটিকাটা রোডের সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করে।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার হাফিজুর রহমানকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন
হোসেনপুর থানায় নতুন ওসির যোগদান
সারিয়াকান্দি ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবর্ধনা