সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন সরকার, স্মৃতিরনাহার বিথীসহ উপজেলা কৃষি অফিসের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য:১ হাজার কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ৫০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের প্রত্যেক কৃষককে ২ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন
ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন
হোসেনপুর থানায় নতুন ওসির যোগদান
সারিয়াকান্দি ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবর্ধনা