December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 7:16 pm

ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের  খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক :

রংপুর সদর ও সিটি করপোরেশন আংশিক আসন-৩ এর  বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু  সদর উপজেলা হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

রোববার  বিকেল থেকে রাত পর্যন্ত  তিনি রংপুর সদর উপজেলাধীন খলেয়া ইউনিয়নের গুঞ্জিপুর বাজার, খিলালগঞ্জ, সলেয়াশাহ বাজারসহ  হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর বন্দর,শিবের বাজার, হরিদেবপুর বাজার ও পানবাজার এলাকায়  ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।  এসময় দিনের কর্মব্যস্ততা শেষে বাজারে ভিড় বাড়তে থাকলে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী, ক্রেতা, বিক্রেতা, নারী পুরুষ  ও তরুণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠায় সমৃদ্ধ রংপুর গড়তে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগ কালে বিভিন্ন বাজারের সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গণসংযোগ কালে খলেয়া ও হরিদেবপুর ইউনিয়নের  বিভিন্ন এলাকা ধানের শীষের প্রচারণায় মুখরিত হবে হয়ে ওঠে। অনেকে এগিয়ে এসে রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর সঙ্গে কথা বলেন, সমস্যার কথা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় রংপুর মহানগর বিএনপি সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকিরুল ইসলাম জাকি, রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক আল ইমরান সুজন,  জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বর্তমান সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ,  খলেয়া ইউনিয়ন  বিএনপির সভাপতি কাউসার শাহ,  বিএনপি নেতা রিপন,  মোতালেব,  ফারুক, আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে তিনি রংপুর মহানগরীর  সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালযের শিক্ষকদের সাথে  মতবিনিময় করেন। পরে রাতে তিনি পাগলাপীরস্থ বিএনপি’র পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রাতে তিনি রংপুর মহানগরীর স্টেশন বাবুপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী আয়োজিত  ওয়াজ  ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।